মাস্টার্স শেষে হল ছেড়ে দিচ্ছেন ঢাবি ছাত্রশিবির সেক্রেটারি
মোজো ডেস্ক 01:21AM, Apr 26, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সে চমৎকার ফলাফল করার পর নিজ উদ্যোগে হল ত্যাগ করেছেন। রাজনৈতিক পরিচয় থাকা একজন ছাত্রনেতার এমন সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন।
জামায়াত-শিবিরপন্থী ফেসবুক পেজ থেকে জানা যায়, মহিউদ্দিন খান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সদ্য প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলে তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন। এর আগেও স্নাতকে তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে এককভাবে প্রথম হন।
বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে নিয়মিত আবাসিকতা ছাড়ার এই সিদ্ধান্ত অনেকের কাছে প্রশংসার দাবি রাখে। বিশেষ করে দেশের ছাত্ররাজনীতিতে যেখানে দীর্ঘদিন হল দখল, সময়মতো হল না ছাড়ার সংস্কৃতি রয়েছে—সেখানে একজন সক্রিয় ছাত্রনেতার এমন দৃষ্টান্ত ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ইতিবাচক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনেকে বলছেন, ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকেও নিয়মিত পড়াশোনায় ভালো ফলাফল করা এবং নিয়মমাফিক হল ত্যাগের এমন নজির ছাত্ররাজনীতিতে শৃঙ্খলা ও ইতিবাচক সংস্কৃতির নতুন ধারা তৈরিতে সহায়ক হতে পারে।