ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হলে প্রদর্শিত হয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’। এই ছবিতে শাকিবের বিপরীতে আবারও দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকাকে। এর আগে তিনি ‘প্রিয়তমা’ ও ‘খাদান’-এ অভিনয় করেছেন, প্রথমটি ছিল শাকিবের সঙ্গে, দ্বিতীয়টি দেবের বিপরীতে। এখন পর্যন্ত তাঁর সবগুলো সিনেমাই ব্যবসা সফল, আর তাঁর অভিনয়ও পেয়েছে দর্শক ও সমালোচকের প্রশংসা।
সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। সাংবাদিকের প্রশ্ন ছিল— “শাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন, নাকি রোমান্সে ডুবে যান?” এই প্রশ্নে খানিকটা লজ্জা পেয়েই জবাব দেন ইধিকা।
“রোমান্সে ডুবে যান কিনা, সেটা তো ওনাকেই জিজ্ঞেস করতে হবে। তবে আমি ওনাকে যতদূর দেখেছি, শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। একটু ইন্ট্রোভার্ট উনি, কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন।”
তিনি আরও জানান, শাকিব খান শুটিং সেটে খুব একটা হাসিঠাট্টা করেন না। তবে সেটের পরিবেশ যখন অতিরিক্ত সিরিয়াস হয়ে যায়, তখন তিনি নিজেই মাঝে মাঝে হালকা করার চেষ্টা করেন।
“সবাই যখন খুব সিরিয়াস মুডে চলে যায়, তখন উনি চেষ্টা করেন হাসিটাট্টা করে পরিবেশটা হালকা করতে।”
তিনটি সফল সিনেমার অভিজ্ঞতায় ইধিকার মুখে শাকিবের জন্য প্রশংসাই বেশি। তাঁর মতে, সুপারস্টার হলেও শাকিব খানের ভেতরের মানুষটি অত্যন্ত শান্ত ও পেশাদার।
এসএস