ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ভারতীয় সেনার আওতায় থাকা আর্মি কলেজ অফ নার্সিং-এর ওয়েবসাইট হ্যাক হয়েছে। এই সাইবার হামলার পেছনে পাকিস্তানি হ্যাকার গ্রুপ ‘টিম ইনসেন পিকে’-র হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের আবহেই ঘটল এই হ্যাকিং। কয়েকদিন আগেই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা, এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল-সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। একইসঙ্গে পাকিস্তানিদের ভারত ছাড়ার সময়সীমা ৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া হয় ও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
এরই জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত রাখা, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ওয়াঘা বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তার পরদিনই হ্যাকাররা ভারতীয় সেনা পরিচালিত আর্মি কলেজ অফ নার্সিংয়ের ওয়েবসাইটে একটি উস্কানিমূলক বার্তা পাঠায়, যেখানে দ্বি-জাতি তত্ত্ব নিয়ে মন্তব্য ছিল।
সেনাবাহিনীর সূত্র জানায়, এই কলেজটি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঘটনার তদন্তে ভারতের জাতীয় নোডাল সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In-এর সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে।
উল্লেখযোগ্য, এটি প্রথম নয়। এর আগেও টিম ইনসেন পিকে ভারতের সরকারি, শিক্ষা এবং বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ চালিয়েছে। ২০২৩ সালের G20 সম্মেলনের আগেও তারা একাধিক সরকারি সাইটে হানা দেয়।
২০২৪ সালে ‘বার্গার সিং’ নামের একটি জনপ্রিয় ফাস্টফুড চেইনের ওয়েবসাইটে তারা হামলা চালিয়ে “FPak20” নামে প্রোমোকোড চালু করে এবং সাইটের মধ্যে ডিজিটাল গ্রাফিটি ওয়াল তৈরি করে আলোচনায় আসে।
ভারতের কূটনৈতিক সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে এমন সাইবার আক্রমণের ঘটনা উদ্বেগজনক বলেই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা।
এসএস