“সব ব্যথা এক নয়”—সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মউপলব্ধির বার্তা দিলেন প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের অভিনয়গুণের পাশাপাশি ব্যক্তিজীবন ও নানা চড়াই-উতরাইয়ের জন্য বহুবার আলোচনায় এসেছেন। মাঝখানে বেশ কিছুদিন তিনি ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পূর্ণ দূরে—নিষ্ক্রিয় রেখেছিলেন ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিরতির পর আবারও ফিরেছেন তিনি।

ফেরার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রভা লিখেছেন আত্মউপলব্ধিমূলক একটি বার্তা—“তোমার যন্ত্রণা তোমার জন্যই কষ্টদায়ক। কিন্তু এটি অন্যদের কাছে স্বাভাবিক সমস্যা হতে পারে। মানুষভেদে তাদের গল্পও ভিন্ন। সব গল্প এক নয়। সব মানুষের ব্যথা সহ্য করার স্তর এক হয় না।… একমাত্র আল্লাহই তোমার প্রকৃত কষ্ট বোঝেন।”

তিনি আরও লেখেন, “তোমার দুঃখ ও কষ্টদায়ক অনুভূতি অন্যদের সঙ্গে ভাগ করো না; শুধু প্রার্থনার দোয়ারে আল্লাহর সঙ্গে ভাগ করো।”

নিজেকে শক্ত রাখার আহ্বান জানিয়ে প্রভা বলেন, “নিজেকে মূল্যায়ন করো, দুর্বল ভাববে না, শক্তি দেখাও। মানুষ কেবল তোমাকে পরামর্শ দিতে পারে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারে না। সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ।”

স্ট্যাটাসের ভাষা সংগৃহীত হলেও তা যেন একান্তই প্রভার আত্মউপলব্ধি—ভক্তরাও পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করা সাদিয়া জাহান প্রভা বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিনয় জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন বহুবার শিরোনামে এসেছে। ২০১০ সালে অপূর্বর সঙ্গে বিয়ে এবং রাজিব আহমেদের সঙ্গে ব্যক্তিগত ভিডিও কেলেঙ্কারির ঘটনা তাঁকে বড়সড় সংকটে ফেলেছিল। এরপর একাধিক বৈবাহিক সম্পর্কেও জড়ালেও তা টেকেনি।

সবচেয়ে কঠিন সময়গুলো পার করে ২০১৩ সালে আবার অভিনয়ে ফেরেন প্রভা। এখন নিয়মিত কাজ করছেন, আবারো দর্শকের ভালবাসায় নিজেকে গড়ছেন নতুনভাবে।


এসএস

Share this news on:

সর্বশেষ