২০ বছরের দীর্ঘ কেরিয়ার তাঁর। শুরুটা হয়েছিল একে বারে অন্য ভাবে। কিন্তু মাঝে অনেক বছর তাঁর দেখা পাওয়া যায়নি। তিনি হলেন অভিনেত্রী সমতা দাস। প্রকাশ্যে এসেছে 'চিরসখা' ধারাবাহিকে নতুন প্রোমো। নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। কয়েক সেকেন্ডের ঝলকে অনেকেরই ধারণা, সমতাকে সম্ভবত নেতিবাচক চরিত্রেই দেখা যাবে। এত দিন ধরে তাঁকে নায়কের মা, নায়িকার কাকিমার চরিত্রেই দেখেছেন দর্শক। বহু দিন পরে সমতা একটু অন্য ভাবে।
লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা অনেক ধারাবাহিকেই আগে তাঁকে দেখা গিয়েছিল। অনেক দিন পরে অন্য ধরনের চরিত্র পেয়ে খুশি তিনি। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “লীনাদির লেখার আমি ভক্ত। একই ধরনের চরিত্র পাচ্ছিলাম, অবশেষে মনের মতো একটা চরিত্র এল। তবে অন্য চরিত্রগুলো যে খারাপ তেমনটা আমি বলছি না।”
‘এক আকাশের নীচে’ ধারাবাহিকে সমতাকে দেখে দর্শক মুগ্ধ হয়েছিলেন। কিন্তু মাঝে সে ভাবে কেন তাঁকে দেখা যায়নি ছোট পর্দায়? কোথায় হারিয়ে গিয়েছিলেন সমতা? অভিনেত্রী বললেন, “ ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ।” যদিও জীবনের কোনও সিদ্ধান্তেই অখুশি নন সমতা। তিনি একটা সুন্দর সংসার পেয়েছেন। দু’বছরের একটি পুত্রসন্তান রয়েছে তাঁর। তাই কোনও কিছু নিয়ে আক্ষেপ করতে রাজি নন অভিনেত্রী।
এমআর/এসএন