বিসিবির আলোচনা বৈঠকে তামিম-ফারুকের উত্তপ্ত বাক্যবিনিময়

গতকাল মিরপুরে তীব্র গরমে বিসিবি চত্বরের রাস্তার পিচ পর্যন্ত গলে জুতায় লেগে যাচ্ছিল। মাঠের বাইরের এই উত্তাপের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটাঙ্গনেও চলছিল ভিন্ন রকম উত্তেজনা। কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ক্ষুব্ধ তামিম ইকবাল বিসিবি কার্যালয়ে উপস্থিত হন, সঙ্গে ছিলেন আরও কয়েকজন ক্রিকেটার। তারা বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এক আলোচনায়।

সেখানে হাজির হয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বৈঠক চলাকালীন তামিমের সঙ্গে বিসিবি সভাপতি ফারুকের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র।

ডিপিএলের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। এরপরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। দেশসেরা ওপেনার সুস্থ হওয়ার পরে প্রথম বার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমন খবরে গণমাধ্যমকর্মীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন বিসিবিতে। সকাল থেকে রোদের উত্তাপ উপেক্ষা করে শুরু হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। তামিমের আমন্ত্রণে ছুটে এসেছিলেন বিসিবি কর্তারাও।

দুপুরের পরে শুরু হয় তাদের বৈঠক। দেয়ালের ওপাশে কী কথা হচ্ছে কিংবা কী কী চলছে, সেটি অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা কেবল কল্পনার চেষ্টা করেছেন। এর বেশি কোনো কিছু জানার সুযোগ ছিল না। সন্ধ্যা ৬টার সময়ে বৈঠক শেষ করে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তবে কোনো কথা না বলেই বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করেন ফারুক আহমেদ।

এরপরে খোঁজ নিয়ে জানা যায়, বৈঠক চলাকালীন বিসিবি সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। একপর্যায়ে তামিমকে শান্ত করতে ফারুক বলেন, 'তামিম কোয়ায়েট (শান্ত হও)।' তামিম উলটো বলেন, 'ইউ কোয়ায়েট (আপনি শান্ত থাকুন)।' নাম প্রকাশ না করার শর্তে বিসিবির সূত্র বলেন, 'সিদ্ধান্তে আসা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। এর বাইরে আর কিছুই না। খুবই ভালোভাবে বৈঠক শেষ হয়েছে।'

এর আগে একাদশ বিপিএল চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের কথা কাটাকাটির অভিযোগ উঠেছিল। পরে অবশ্য এটি নিয়ে কোনো পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি। ঘটনার পর ঘটনায় সেটি চাপা পড়েছিল। গতকাল তামিমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটির পরে সেই বিষয়টি আবারও সামনে এসেছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করবে এনসিপি Apr 27, 2025
img
রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা Apr 27, 2025
img
জামায়াতের প্রোগ্রামে সন্তোষ শর্মা, ক্ষমা চেয়ে রেজাউল করিমের পোস্ট ডিলিট Apr 27, 2025
img
ইরানে বিস্ফোরণে প্রাণ গেল চারজনের, আহত পাঁচ শতাধিক Apr 27, 2025
img
বিদেশিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বলছেন সৃজিত Apr 27, 2025
img
উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর Apr 27, 2025
img
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ Apr 27, 2025
img
আ.লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ: ব্যারিস্টার ফুয়াদ Apr 27, 2025
img
হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা Apr 27, 2025
img
আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা : টুকু Apr 27, 2025