অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার সাহসী কথাবার্তার জন্য বরাবরই পরিচিত। তবে এবার তিনি সরাসরি আঘাত করেছেন ওটিটি প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা নিয়ে নির্মিত গল্পগুলোর প্রতি। জানিয়েছেন, এমন দৃশ্য দেখলেই তিনি চোখ ঘুরিয়ে নেন, এমনকি সিনেমা বা সিরিজ দেখা বন্ধ করে দেন।
সম্প্রতি একান্ত আলাপচারিতায় নিজের অনুভূতি জানাতে গিয়ে স্বস্তিকা বলেন, “আমি এই বিষয়গুলো দেখতে পারি না। আমি ‘লজ্জা’ দেখা শুরু করেই বন্ধ করে দিয়েছিলাম। ‘কালরাত্রি’-র ক্ষেত্রেও তাই হল। নতুন বউ বিয়ে করে শ্বশুরবাড়ি গেল, বর মদ খেয়ে মারছে—এই দৃশ্য আমি সহ্য করতে পারি না।”
স্বস্তিকার মতে, এমন দৃশ্য শুধু মন খারাপ করে দেয় না, বরং এক ব্যক্তিগত যন্ত্রণাকে মনে করিয়ে দেয়। তিনি বলেন, “আমরা সবাই কোনও না কোনও সময়ে শারীরিক বা মানসিক হেনস্থার মধ্যে দিয়ে গিয়েছি। তাই ওই দৃশ্য নিতে পারি না। আমি ভাল থাকতে চাই,”।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোয় প্রায়ই দেখা যায় গার্হস্থ্য হিংসা, নিপীড়ন, যৌন সহিংসতা ঘিরে গল্পের ছড়াছড়ি। কিন্তু স্বস্তিকার মতে, এগুলো শুধু গল্প নয়—অনেকের জন্য বাস্তবের বেদনাদায়ক স্মৃতি। আর সেসব পুনরাবৃত্তি দেখতে তিনি প্রস্তুত নন।
এই ধরনের কনটেন্ট থেকে নিজেকে দূরে রেখে, বরং স্বস্তিকা খুঁজছেন এমন গল্প, যা নতুন কথা বলে। ‘দুর্গাপুর জংশন’-এ তিনি মাতৃত্বহীন এক চরিত্রে অভিনয় করেছেন, যেখানে গল্প ঘুরে বেড়ায় ওষুধের প্রতিক্রিয়া ঘিরে রহস্যের মধ্যে। তিনি বলছেন, “আমি এমন চরিত্রে থাকতে চাই, যেখানে গল্পটা জোরালো। শুধু মাতৃত্ব বা নির্যাতনের বৃত্তে আমি নিজেকে আটকে রাখতে চাই না।”
এসএম/এসএন