সম্প্রতি পহেলগাম কাণ্ডের পর ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছেন। এর পরেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন আদনান শামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তবে পাকিস্তানি এই মন্ত্রীকে পাল্টা জবাব দিতে দেরি করেননি গায়ক-সুরকার আদনান শামি।
এক্স হ্যান্ডেলে ফাওয়াদ হুসেন লিখেন, “এবার আদনান শামির কী হবে?” তার এই প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেন আদনান। তিনি লিখেন, “এই অশিক্ষিত মূর্খটাকে কে বোঝাবে!” এরপর আরও এক ধাপ এগিয়ে আদনান বলেন, “আমার শিকড় পেশোয়ারে, লাহোরে নয়! আপনি তো পাকিস্তানের তথ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আপনার কাছে কোনো তথ্যই নেই। আপনি কী বিজ্ঞানমন্ত্রীও ছিলেন? সেটা কোন বিজ্ঞান ছিল?”
এই কঠিন প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা আদনানের প্রতি সমর্থন জানিয়েছেন। তার ভারতীয় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, "দিলেন তো সত্যি মুখে ঝামা!"
আদনান শামি ২০১৬ সালে পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন এবং এখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। পাকিস্তান ছাড়ার পেছনে একটি ভয়ানক ঘটনা ছিল, যা এক বছর আগে নিজের মুখেই জানিয়েছিলেন তিনি। তিনি জানান, “পাকিস্তানের মানুষদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু পাকিস্তানের সরকার আমার জীবনে অনেক অসুবিধা সৃষ্টি করেছে। সেটা ভুলে যাইনি।"
এছাড়া আদনান শামি আরও সতর্ক করে দিয়েছিলেন, "একদিন সব কুকীর্তি ফাঁস করব, বহু বছর চুপ ছিলাম, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি।"
পহেলগাম কাণ্ডের পর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন আদনান শামি।
আরএ/এসএন