পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন সেনাপ্রধান

পাকিস্তান আত্মরক্ষায় পুরোপুরি প্রস্তুত—এমন দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান অসিম মুনির। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে ভাষণ দেন তিনি। এসময় সেনাবাহিনীর প্রস্তুতির পাশাপাশি আরও নানা বিষয়ে বক্তব্য দেন অসিম মুনির। তিনি বলেন, আত্মরক্ষার ক্ষেত্রে পাকিস্তান সবসময় সজাগ ও প্রস্তুত। আমাদের দেশের শক্তি ও স্থিতিশীলতা ইতিহাস এবং ত্যাগের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম।

তিনি ভারতীয় মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের ইতিহাস বিকৃত করা বা পাকিস্তানের সৃষ্টির ভিত্তি পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদও। এ নিয়ে কূটনৈতিক যুদ্ধ যখন চরমে তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উসকানি দিয়ে আসছেন। ফলে থেমে নেই পাকিস্তানও। বহিঃশত্রুর আক্রমণ রুখে দিতে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের বক্তব্য এলো।

একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত রয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য জরুরি নয় Apr 27, 2025
img
পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ Apr 27, 2025
img
কমলগঞ্জে ধরা পড়ল বিরল প্রজাতির সোনালী কৈ মাছ Apr 27, 2025
img
অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল Apr 27, 2025
img
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২ Apr 27, 2025
img
তেল আবিবের রাস্তায় উত্তাল হাজার হাজার প্রতিবাদকারী Apr 27, 2025
img
দায়িত্ব ছাড়ার আগে পছন্দের ব্যক্তিদের বদলি-পদায়ন করেন কুয়েট উপাচার্য Apr 27, 2025
img
রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ Apr 27, 2025
img
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি শুরু Apr 27, 2025
img
গরমে ত্বক ঠান্ডা ও মসৃণ রাখতে ‘ফেসিয়াল মিস্ট’ Apr 27, 2025