আবারও নিষেধাজ্ঞার মুখে তাওহিদ হৃদয়

সমস্যা থেকে যেন বেরই হতে পারছেন না তাওহিদ হৃদয়। আবার নতুন করে শাস্তির মুখে পড়েছেন এই ব্যাটার। এবার তাওহিদের নামের সঙ্গে যোগ হয়েছে ১০ হাজার টাকা জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে মোহামেডান অধিনায়ককে।

তাওহিদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির ইনচার্জ ও বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান। তিনি জানিয়েছেন, শাস্তি মেনে না নেওয়ায় ম্যাচশেষে শুনানিতেও যাননি তাওহিদ। অভি আবদুল্লাহ বলছিলেন, ‘আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ এবং ম্যাচ শেষে ডাকা হলেও শুনানিতে না যাওয়ায় তাওহিদকে ম্যাচ রেফারি এই শাস্তি দিয়েছেন।’
আজকের একটিসহ সব মিলিয়ে এই মুহূর্তে তাওহিদের নামের পাশে যোগ হয়েছে আট ডিমেরিট পয়েন্ট।

চলতি ডিপিএলের বাইলজ অনুযায়ী, ৮-১১ ডিমেরিট পয়েন্টের জন্য রয়েছে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সে হিসেবে আগামী পরশু অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচে খেলতে পারার কথা নয় তাওহিদের। যেটি বড় ধাক্কা হবে দলটির জন্য।

এই দুঃসংবাদের আগে অবশ্য দারুণ এক দিন কাটিয়েছে মোহামেডান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে ৪ উইকেটের রোমাঞ্চকর এক জয়ই পেয়েছে দলটি। শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়ে মোহামেডানকে এই জয় এনে দেন নাসুম আহমেদ। মোহামেডান হারলে অবশ্য কালই শিরোপা উৎসব করে ফেলতে পারত আবাহনী। কারণ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের কাজটা গুছিয়ে রেখেছিল।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বক্স অফিসে অক্ষয়ের সাফল্য, সানি ও ইমরান পেছনে Apr 27, 2025
img
কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ায় বহু মানুষের নিহতের আশঙ্কা Apr 27, 2025
img
প্রত্যাখ্যানের গল্প শোনালেন আমির খান Apr 27, 2025
img
কানাডায় উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি, নিহত বেশ কয়েকজন Apr 27, 2025
img
প্রেমিকদের সংখ্যা নিয়ে কোনো আফসোস নেই শ্রুতি হাসানের Apr 27, 2025
img
জুয়ার অ্যাপের প্রচারণায় নামলেন মিথিলা Apr 27, 2025
img
বাংলাদেশের সাথে লাগতে আসবেন না, টিকতে পারবেন না — শুভেন্দুকে নুরের হুঁশিয়ারি Apr 27, 2025
img
বিমানের ইকোনমি ক্লাসে বসে প্রশংসায় ভাসছেন রজনীকান্ত Apr 27, 2025
img
নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের Apr 27, 2025
img
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ Apr 27, 2025