শুভর ১৯ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক আরেফিন শুভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে ছিলেন তিনি। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এ অভিনেতা।
 
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসে টানাপোড়েন। সংসার ভাঙার খবর নিজেই প্রকাশ করেন, জানান একাকীত্ব আর মানসিক চাপে থাকা সময়ের কথা। শুভর ক্যারিয়ার কি তবে থেমে যাচ্ছে—এমন প্রশ্নও উঠেছিল ভক্তদের মনে। কিন্তু না। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও আলোচনায় তিনি—তাও ধুন্ধুমার অ্যাকশন লুকে! সম্প্রতি প্রকাশিত মাত্র ১৯ সেকেন্ডের এক ঝলকেই ঝড় তুলেছেন তিনি। দর্শক-ভক্তদের মতে, এটিই হতে যাচ্ছে শুভর সবচেয়ে জোরালো ‘কামব্যাক’।

এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরিফিন শুভ। নায়ক শুধু জানিয়ে দিলেন- ‘আসিতেছে’। নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন- আরিফিন শুভর নতুন কাজ, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি?

প্রসঙ্গত, নির্মাতা মিঠু খানের নির্মাণে ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

এফপি/টিএ 

Share this news on: