মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মাছ শিকার করার অপরাধে বরগুনায় ১৩ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীতে জেলা মৎস্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন, মো. পালাশ, মো. আউয়াল, মো. মনির, সাগর, ছগীর, মো. নুরুজ্জামান, রাকিব, রিপন মিয়া, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার। এদের মধ্যে ট্রলার মালিক রিপন সিকদারকে ১৫ দিন ও বাকি ১২ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিষখালী নদীর নলটোনা এলাকায় জেলেরা জাল ফেলে মাছ শিকার করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইলিশের পোনাসহ প্রায় এক মণ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দান করা হয়। এবং অবৈধ জ্বালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার দেশের একটি গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এখন পর্যন্ত বরগুনায় ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজকের অভিযানে আটক ১৩ জনসহ মোট ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা দেশের একটি গণমাধ্যমকে বলেন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।
টিজে/এসএন