ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১০২
মোজো ডেস্ক 08:05AM, Apr 27, 2025
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার পর ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড হয়েছে ১০২, যা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
এদিকে, দূষিত বাতাসের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আজকের দিল্লির একিউআই স্কোর ২২২, যা 'খুবই অস্বাস্থ্যকর' বলে ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৯৯), তৃতীয় নেপালের কাঠমান্ডু (১৯২)। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা (১৬১), ভিয়েতনামের হ্যানয় (১৫১) ও থাইল্যান্ডের চিয়ানমাই (১৪৮)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বাতাসের স্কোর ০–৫০ হলে তা 'ভালো', ৫১–১০০ হলে 'মাঝারি', ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বিবেচিত হয়। স্কোর ১৫১–২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১–৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে 'দুর্যোগপূর্ণ' হিসেবে ধরা হয়।