পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, পিএসসি’র মতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি এখনো মেনে নেওয়া হচ্ছে না। এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার সংস্কারের দাবিতে। শুরুর দিনে সামনে থেকে আন্দোলনে ভূমিকা রেখেছিল সরকারি চাকরি প্রত্যাশীরা। অথচ বিগত ফ্যাসিস্ট রেজিমের বৈষম্যমূলক কোটা না থাকলেও, পিএসসি’র মতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি এখনো মেনে নেওয়া হচ্ছে না — যা অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসেন কতিপয় শিক্ষার্থী।
আরআর/এসএন