মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ তিনজনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। তারা হলেন—শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন এবং শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।

এর আগে, গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। পরে ২৩ এপ্রিল চার্জ গঠন করা হয়। চার্জ শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করে আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় আসামি হিটু শেখ ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


এসএস/এসএন

Share this news on: