৬ কোটি টাকার ম্যাক্সওয়েল,স্কোরবোর্ডে ‘চুপচাপ’!

অনেকদিন থেকেই ব্যাট হাতে দারুণ অধারাবাহিকতায় ভুগছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ধারাবাহিকতা তিনি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টেনে নিয়েছেন। ২০২৪ আসরে পুরোদমে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান তারকাকে এবারের মেগা নিলামের আগে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ঠিকানা পাঞ্জাব কিংসেও সেই একই দশা ম্যাক্সওয়েলের। রিকি পন্টিংয়ের দলটি তাকে কিনেছিল ৬ কোটি টাকায় (৪.২০ কোটি রুপি)।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব চলতি মৌসুমে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পারফর‌ম্যান্সে তার পুরো ছাপ রয়েছে। যদিও আগের ম্যাচে হার এবং গতকাল নিজেদের সর্বশেষ খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর পাঞ্জাবের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলের চারে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের বর্তমান পয়েন্ট ১১। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে আইয়ারের দল ২০১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ ওভারের বেশি হতে পারেনি।

সবমিলিয়ে পাঞ্জাবের এবারের আইপিএল খুব একটা খারাপ কাটছে বলা যায় না। অথচ ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সত্ত্বেও দুটি ম্যাচ বাদে নিয়মিতই তাদের একাদশে থাকছেন ম্যাক্সওয়েল। কোচ রিকি পন্টিংয়ের কারণেই তিনি এত সুযোগ পাচ্ছেন কি না সেই আলোচনাও চলছে। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টিতে ব্যাটিং নেমেছেন এই অজি তারকা। যেখানে মাত্র ৮ গড়ে তার রান ৪৮। স্ট্রাইকরেট স্রেফ ৯৭.৯৫। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল ৫টি ও কেবল একটি ছক্কা মেরেছেন।

গতকাল (শনিবার) ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ৮ বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন তিনি। ভারতীয় এই রহস্য স্পিনারের বলে অবশ্য বরাবরই তিনি দিশেহারা ছিলেন। এখন পর্যন্ত বরুণ ও ম্যাক্সওয়েল পরস্পরের মোকাবিলা করেছেন ৮টি ইনিংসে। এর মধ্যে ৫ বারই তিনি আউট হন বরুণের বলে। বরুণ চক্রবর্তীর ৩৩টি বল খেলে ৫০ রান করেছেন ম্যাক্সওয়েল।

এর আগে ২০২৪ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ম্যাক্সওয়েল ৯ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন সাকুল্যে ৫২ রান। যেখানে তার গড় ছিল ম্যাচপ্রতি স্রেফ ৫.৭৭। স্ট্রাইকরেট ছিল ১২০.৯৩। আসরটিতে মোট ৪ বার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। গত বছরের খারাপ ফর্ম তিনি চলতি আইপিএলেও বজায় রেখেছেন। আইপিএলের সর্বশেষ ১৫ (২০২৪-২৫ দুই আসর মিলিয়ে) ইনিংসে ম্যাক্সওয়েল করেছেন সর্বসাকুল্যে ১০০ রান। শূন্য রানে আউট হন ৫ বার।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান Apr 28, 2025
img
কেউ দেশে ইনভেস্ট করতে চাচ্ছে না, কালক্ষেপণ না করে নির্বাচনী রোডম্যাপটা এখন জনগণের দাবি : পার্থ Apr 28, 2025
img
জামানতের শত কোটি টাকা নিয়ে উধাও আ.লীগের তিন নেতা Apr 28, 2025
img
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি-স্ফো-র-ণ, দ-গ্ধ ৫ Apr 28, 2025
img
টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের Apr 28, 2025
img
জবিতে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো প্রশাসন Apr 28, 2025
img
কল্যাণ রাষ্ট্র গড়তে জামায়াতের বিকল্প নাই : গোলাম পরওয়ার Apr 28, 2025
img
সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি প্রকাশ Apr 27, 2025
img
আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি Apr 27, 2025
img
মৌসুমের শুরুতেই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন অর্জন Apr 27, 2025