প্রাইভেটকার থেকে ব্যাগ ছিনতাই, টেনে নিয়ে গেল নারীকেও

রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী। শাড়ি পরা ওই নারীর হাতে ছিল ভ্যানিটি ব্যাগ, কাছেই ছিল বড় ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার ওই নারীর সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকার থেকে ওই নারীর ব্যাগ টান মারা হয়। ওই নারী পড়ে গেলে ব্যাগের সঙ্গে অনেকটা পথ তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারী।

রোববার (২৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

তাতে দেখা যায়, গতি কমিয়ে চলন্ত প্রাইভেটকারের সামনের গ্লাস খুলে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় ওই নারীর ভ্যানিটি ব্যাগ। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ভিডিওটিতে দেখা গেছে, সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি টান দেয়। ওই নারীকেও গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে ডিএমপির রমনার উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, আমরা ভিকটিমকে পাইনি। ঘটনার ভুক্তভোগী পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরীর এলাকার ওই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ফুটেজ নজরে এসেছে।

তিনি বলেন, শনিবার ভোর পৌনে ৬টার ঘটে যাওয়া ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিকটিমকে না পেলেও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করেছে। গাড়িটির গন্তব্য ও আসার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনা যে বা যারাই জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট Apr 28, 2025
img
ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা Apr 28, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির তিন সংগঠনের Apr 28, 2025
img
ক্ষমতার স্বাদ পেলেই সব কিছু নিজের মনে করেন: আইনজীবী মনির Apr 28, 2025
img
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের Apr 28, 2025
img
হারাতে পারেন চোখ : মেকআপ ও লেন্স ব্যবহারে চিকিৎসকের জরুরি সতর্কবার্তা! Apr 28, 2025
img
সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন Apr 28, 2025
img
লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট Apr 28, 2025
img
ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ Apr 28, 2025
img
পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতীয় শিখ নেতার ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি Apr 28, 2025