পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকার। এবার এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের ঐক্য বজায় রাখার পক্ষেও দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা।

অভিনেতা সূর্য অভিনীত তামিল ছবি ‘রেট্রো’র প্রচারে গিয়ে বিজয় বলেন, “কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের।’

প্রতিবেশী দেশের বিরুদ্ধে আক্রমণ না চালিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। অভিনেতার ভাষ্য, ‘পাকিস্তান তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না।’

‘ওদের প্রয়োজনীয় পানি, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।’

এরপরই বিজয় দাবি করেন, ভারতীয় নাগরিকদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। তার কথায়, ‘শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, আমাদের অভিভাবকদের সুখে রাখি। একমাত্র এই পথেই উন্নতি।’

এরই পাশাপাশি বিজয় নিজের স্মৃতি রোমন্থনও করেছেন। বছর দুয়েক আগে ছবির কাজে কাশ্মীরে ছিলেন অভিনেতা। সেখানে জন্মদিনও পালন করেছিলেন।

উল্লেখ্য, কাশ্মীরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট Apr 28, 2025
img
ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা Apr 28, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির তিন সংগঠনের Apr 28, 2025
img
ক্ষমতার স্বাদ পেলেই সব কিছু নিজের মনে করেন: আইনজীবী মনির Apr 28, 2025
img
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের Apr 28, 2025
img
হারাতে পারেন চোখ : মেকআপ ও লেন্স ব্যবহারে চিকিৎসকের জরুরি সতর্কবার্তা! Apr 28, 2025
img
সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন Apr 28, 2025
img
লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট Apr 28, 2025
img
ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ Apr 28, 2025
img
পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতীয় শিখ নেতার ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি Apr 28, 2025