চার হাজার স্পর্শের দিনে সূর্যকুমার গড়লেন নয়া ইতিহাস

আইপিএল দিয়েই ক্রিকেটের বড় মঞ্চে উত্থান। ভারতের জাতীয় দলে থিতুও হয়েছে শর্টার এই ফরম্যাটে। রোহিত শর্মা যাওয়ার পর সুর্যকুমারের কাঁধেই এখন ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের ভার। আইপিএলেও তার ব্যাটের ওপরে দারুণভাবে নির্ভরশীল মুম্বাই ইন্ডিয়ান্স। সুর্য নিজেও নিরাশ করেননি। চলতি আসরেই ব্যাট করছেন ৬১ গড় আর ১৬৯ এর বেশি স্ট্রাইকরেটে।
 
ছন্দে থাকা সূর্যকুমার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও খেলেছেন আলো ঝলমলে এক ইনিংস। ২৮ বলে ৫৪ রানের ইনিংসটা মুম্বাইকে ঘরের মাঠে দিয়েছে বড় সংগ্রহ। তবে এদিন মাইলফলকও স্পর্শ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটার। আইপিএলে ৪ হাজার রান স্পর্শ করেছেন তিনি।

সুর্যের কীর্তিটা আরও বড় অবশ্য অন্য এক কারণে। আইপিএল ইতিহাসে বলের হিসেবে তৃতীয় দ্রুততম ৪ হাজার রান করা ব্যাটার এখন তিনি। ৪ হাজার রান করতে খেলেছেন ২ হাজার ৭১৪ বল। ভারতীয়দের মধ্যে এটাই সবচেয়ে কম বলে ৪ আহজার আইপিএল রান করার কীর্তি। আর সামগ্রিকভাবে ৪ হাজার রানের জন্য তারচেয়ে কম বল খেলেছেন কেবল দুজন।
 
৪ হাজার আইপিএল রান করতে ২ হাজার ৬৫৮ বল খেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর সমান সংখ্যক বল খেলেছিলেন ক্রিস গেইলও। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বল খেলার নজির ছিল সুরেশ রায়নার। খেলেছিলেন ২ হাজার ৮৮১ বল।
 
একইদিনে আরও একটা রেকর্ডে ভারতীয়দের মাঝে সবার ওপরে চলে গিয়েছেন সূর্যকুমার যাদব। আইপিএলে কমপক্ষে ৪ হাজার রান করেছেন এমন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন তারই। আইপিএল ক্যারিয়ারে সূর্যকুমারের স্ট্রাইকরেট ১৪৭। দুইয়ে থাকা সাঞ্জু স্যামসনের স্ট্রাইকরেট ১৩৯। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি আছেন এরপরেই। তার স্ট্রাইকরেট ১৩৮।
 
মাইলফলক স্পর্শের দিন ‘স্কাই’ নামে পরিচিত এই ক্রিকেটার খেলেছেন ২৮ বলে ৫৪ রানের ইনিংস। যেখানে স্ট্রাইকরেট ছিল ১৯২ এর বেশি। এখানেও নতুন রেকর্ডে নাম তুলেছেন মারকুটে এই ব্যাটার। আইপিএলে ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ফিফটির তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে এখন সূর্যকুমারের নাম। ফ্র্যাঞ্চাইজ এই লিগে ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ১২ ফিফটি করেছেন তিনি। এই মানদণ্ডে তারচেয়ে সমান ফিফটি আছে কেবল মহেন্দ্র সিং ধোনির। 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর Apr 28, 2025
img
মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট Apr 28, 2025
img
ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা Apr 28, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির তিন সংগঠনের Apr 28, 2025
img
ক্ষমতার স্বাদ পেলেই সব কিছু নিজের মনে করেন: আইনজীবী মনির Apr 28, 2025
img
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের Apr 28, 2025
img
হারাতে পারেন চোখ : মেকআপ ও লেন্স ব্যবহারে চিকিৎসকের জরুরি সতর্কবার্তা! Apr 28, 2025
img
সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন Apr 28, 2025
img
লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট Apr 28, 2025
img
ভারত এখন আতঙ্কে, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ Apr 28, 2025