জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন বিএনপির প্রধান কাজ : ওবায়দুর রহমান

বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির রাজনীতি জনগণকে খুশি করার জন্য। জনগণের সব ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অতীতে ও বিএনপি ছিল, এখনো বিএনপি আছে। বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কারণ জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বিএনপির প্রধান কাজ।

রবিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর দেওরা স্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান চন্দন বলেন, আমরা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

এ সময় বক্তব্য রাখেন আক্কেলপুল উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অনেকে। 

এমআর/টিএ


Share this news on: