বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, দেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার বাংলাদেশের জনগণের কাছে প্রত্যেকটি কাজের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। আমরা চাই বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে।

তিনি আরও বলেন, দেশে যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে হাতে নাতে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রকারীর স্থান হবে না। কোনো স্বৈরাচারের স্থান হবে না।

ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ব।

খেলাধুলার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ। একটা ক্রীড়ামোদীর বাংলাদেশ। এর জন্য খেলাধুলাকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, একটি জাতিকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। সুস্থ জাতি গড়তে যুব ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

রূপনগর থানা বনাম ভাটারা থানার মধ্যকার ম্যাচে ভাটারা থানা ২-০ গোলে রূপনগর থানাকে পরাজিত করে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার Apr 29, 2025
img
টাঙ্গাইলে গরু ডাকাতি, ৫ দিনের রিমান্ডে ৩ ডাকাত Apr 29, 2025
img
পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে কারিনা Apr 29, 2025
img
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫০ মালদ্বীপ প্রবাসী আটক Apr 29, 2025
img
হজ ফ্লাইট উদ্বোধন, ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট Apr 29, 2025
img
গুরু নানকের বেশে ছবি ভাইরাল, মুখ খুললেন আমির খান! Apr 29, 2025
img
‘ছোট প্যাকেট বড় ধামাকা’, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করলেন ১৪ বছরের বৈভব Apr 29, 2025
img
শহীদ আফ্রিদির বিরুদ্ধে দানিশ কানেরিয়ার নতুন অভিযোগ: পহেলগাম হামলার পর তীব্র বাকযুদ্ধ Apr 29, 2025
img
চাঁদপুরে নদীতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Apr 29, 2025
img
আবু সাঈদ হত্যাকাণ্ড, অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল Apr 29, 2025