অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা: শাহরিয়ার নাজিম জয়

বিনোদন অঙ্গন আজ উত্তাল ইরেশ যাকেরের নামে দায়ের করা মামলার ঘটনায়। এই ঘটনায় শিল্পী সমাজের অধিকাংশের সাথে একাত্মতা প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, এই ধরনের হয়রানিমূলক মামলার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
 
স্ট্যাটাসে জয় জানান, প্রায় আট মাস আগে তিনিও এমন এক মিথ্যা মামলার শিকার হয়েছিলেন। সে সময় শুধু আশফাক নিপুন ছাড়া আর কাউকে পাশে পাননি। বরং বিভিন্ন কাজ থেকে বাদ পড়ার পাশাপাশি আমেরিকায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও হোটেল থেকে বের হতে বাধা পেয়েছিলেন। মামলার কারণে সামাজিকভাবে তাকে অপমানের শিকার হতে হয়। অনেক আত্মীয়-স্বজন সম্পর্ক ছিন্ন করে এবং সহকর্মীরাও এড়িয়ে চলে।
 
জয় আরও উল্লেখ করেন, তার বিরুদ্ধে করা মামলার বাদী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, প্রতারণার অভিযোগে। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে মামলার প্রকৃত যন্ত্রণাটা এসেছে আপনজন ও বন্ধুদের কাছ থেকে।
নিজের স্ট্যাটাসে জয় বলেন, "আমি কারো প্রতি দোষারোপ করছি না। সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি।"

তিনি মনে করেন, এই ধরনের মামলায় যখন কোনো পরিচিত সেলিব্রেটির নাম জড়িয়ে যায়, তখন আসল অপরাধীরা থেকে যায় আড়ালে এবং মামলাটির গুরুত্ব হারায়। এর ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়।
 
জয় আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা চাই অপরাধীর বিচার হোক। যে যার জায়গা থেকে ভুল সংশোধন করে নতুন করে বাঁচুক। সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হোক।"

স্ট্যাটাসের শেষে জয় নিজের অটিস্টিক সন্তান আযানের সাথে একটি ছবি শেয়ার করে আবেগঘনভাবে লেখেন, "অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা।"

শিল্পী সমাজের ন্যায়বিচারের দাবির সঙ্গে শাহরিয়ার নাজিম জয়ের এই মানবিক বার্তা নেটিজেনদের মধ্যেও ইতিমধ্যে আলোড়ন তুলেছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ Apr 29, 2025
img
নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার Apr 29, 2025
img
টাঙ্গাইলে গরু ডাকাতি, ৫ দিনের রিমান্ডে ৩ ডাকাত Apr 29, 2025
img
পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে কারিনা Apr 29, 2025
img
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫০ মালদ্বীপ প্রবাসী আটক Apr 29, 2025
img
হজ ফ্লাইট উদ্বোধন, ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম ফ্লাইট Apr 29, 2025
img
গুরু নানকের বেশে ছবি ভাইরাল, মুখ খুললেন আমির খান! Apr 29, 2025
img
‘ছোট প্যাকেট বড় ধামাকা’, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করলেন ১৪ বছরের বৈভব Apr 29, 2025
img
শহীদ আফ্রিদির বিরুদ্ধে দানিশ কানেরিয়ার নতুন অভিযোগ: পহেলগাম হামলার পর তীব্র বাকযুদ্ধ Apr 29, 2025
img
চাঁদপুরে নদীতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Apr 29, 2025