কাশ্মীরের পহেলগাম অঞ্চলে সম্প্রতি পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে দেশটির সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত এবং পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ জারি করেছে ভারত সরকার।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানকালে পাকিস্তানি পোশাক ডিজাইনার ফরাজ মান্নানের সঙ্গে কারিনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফরাজ নিজেই ছবিটি পোস্ট করেন, যেখানে তিনি করিনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে লেখেন— "With the OG"।
ছবিটি ভাইরাল হওয়ার পর ভারতীয় নেটিজেনদের একটি অংশ কারিনাকে তীব্র সমালোচনায় করেন। কেউ কেউ কারিনার দেশপ্রেম নিয়েই প্রশ্ন তোলেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘গদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেন। একজন ব্যবহারকারী লেখেন, “যখন পুরো দেশ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন ব্যবহার দুঃখজনক।”
কারিনা কাপুর এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। শোনা যাচ্ছে, সেখানেই তিনি ও তার স্বামী অভিনেতা সাইফ আলি খান একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। তবে তার এই সফর ব্যক্তিগত না পেশাগত, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, কারিনা কাপুর পহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। কিন্তু এরপরই পাকিস্তানি নাগরিক ফরাজের সঙ্গে তার সাক্ষাৎ এবং সেই ছবি প্রকাশ্যে আসায় বিতর্ক নতুন মোড় নেয়। যদিও কারিনা বা তার টিম এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।
এসএম