যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার ছোট ভাই শুভ (২৫)।

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ কয়েকজন রাতে গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটের সামনে বসে চা খাচ্ছিলেন। তখন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। শাকিল ও অন্যরা বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ভাই শুভকে এলোপাতাড়ি কোপায়।

স্থানীয়রা দ্রুত দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন গণমাধ্যমকে বলেন, এটা খুব নিন্দনীয় ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সবাই শঙ্কিত।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকাবাসী কর্তৃক আটক তিন সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএম

Share this news on: