বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ফারুক

গেল বছর আগস্টে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তবে এবারই বিসিবিতে তার সভাপতিত্বের শেষ মেয়াদ হোক, তা চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারুক জানিয়েছেন আসছে বিসিবি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তিনি অবশ্য নির্দিষ্ট একটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানান, বোর্ডের ভেতরের কিছু মহল তাকে আটকে রাখতে চেষ্টা করেই যাচ্ছে। যার জবাব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূচি অনুসারে আগামী অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারও আগে বিসিবি সভাপতি চাইলে নির্বাচন দিতে পারেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তা না হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে সময়মতো নির্বাচন হলে সেখানে কি বিসিবির বর্তমান সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেন।

তিনি বলেন, ‘অক্টোবরে আমি নির্বাচন করব। কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে, দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।’

তার অভিমত, বোর্ডে থেকে শেষ এক দশকে যারা দুর্নীতি করেছে, সে চক্র এখনও সক্রিয় আছে। সে চক্র এখন তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তাদের জবাব দিতেই এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি।

এছাড়াও ফারুক জানান, দেশের ক্রিকেটের উন্নতিই তার একমাত্র এজেন্ডার। সে কারণে তার মনে হয়, বিরুদ্ধ পরিস্থিতিতে সরে দাঁড়ানো দেশের ক্রিকেটের সমস্যার সমাধান করবে না। বরং লড়াই করে টিকে থাকতে হবে তাকে।

তবে ফারুক আহমেদের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছু সমালোচনার মুখে পড়েছে। বিপিএল আয়োজনে অব্যবস্থাপনা তার মধ্যে একটি। এছাড়াও মাঠের ক্রিকেটের গ্রাফও ক্রমশ নিম্নমুখী। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পহেলগাম ঘটনায় স্তব্ধ আমির, স্থগিত ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তি Apr 30, 2025
img
সূর্যের তাপ কমিয়ে পৃথিবীকে শীতল করার চেষ্টা যুক্তরাজ্যের Apr 30, 2025
img
বুয়েট ক্লাবের কনসার্ট থেকে বাদ, অভিযোগ তুললেন ন্যান্সি Apr 30, 2025
img
‘সরকার ৫ মিনিটও সময় পাবে না’—নারী নীতি ইস্যুতে সরকারের বিরুদ্ধে চরমোনাই পীর Apr 30, 2025
img
কাশ্মীর হামলায় মর্মাহত ভারতী সিং, বললেন— “বিমানেও কেঁদেছি” Apr 30, 2025
img
শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ি-জমি ক্রোকের আদেশ Apr 30, 2025
img
ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল Apr 30, 2025
img
মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ কষ্টে জীবনযাপন করছেন : তারেক রহমান Apr 30, 2025
img
গত আট মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ আটকাল দুদক Apr 30, 2025
img
আ.লীগের দৃশ্যমান বিচার দেখতে চাই: সাকি Apr 30, 2025