জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত দৃশ্যমান বিচার দেখতে চান বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মিটিংয়ে তিনি এ কথা জানান।
জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত দৃশ্যমান বিচার দেখতে চাই। গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার কিভাবে সর্বোচ্চ অর্জন করা যায় এ বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সংস্কারের প্রশ্নে সর্বোচ্চ অর্জন করতে চাব, যাতে করে সত্যিকার অর্থে জনগণের কাছে ক্ষমতা ফিরে যায়। বিচার বিভাগ, ৭০ অনুচ্ছেদ, নারী আসন, বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ এইসব বিষয়ে এনসিপির মিটিংয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আলোচনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি এ বিষয়ে আলোচনা হয়েছে।
আরআর/এসএন