ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক সালমান, মামুনের ৩ দিনের ও আনিসুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সালমান এফ রহমানের মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই পারভেজ ফরাজী বাদী হয়ে গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা দায়ের করেন।

আনিসুল হকের মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। ওইদিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের মা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।

আব্দুল্লাহ আল মামুনের মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় আন্দোলনে অংশ নেন মো. রাসেল। সেখানে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের মধ্যে তার নাম রয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আজ সে কাঁদে, কিন্তু সালমানের সঙ্গে সম্পর্ক কখনও স্বীকার করেনি’—ঐশ্বরিয়া প্রসঙ্গে সোহেল খান Apr 30, 2025
img
ভুল করেছি আর বিয়ে করব না : হিরো আলম Apr 30, 2025
img
ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ তখন মনে কষ্ট হয়: হাবিব-উন-নবী Apr 30, 2025
img
এক মাসে কত টাকার টিকিট বিক্রি হলো চার সিনেমার Apr 30, 2025
img
দাম কমল জ্বালানি তেলের Apr 30, 2025
img
নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ Apr 30, 2025
img
পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস Apr 30, 2025
img
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক Apr 30, 2025
img
২২ বিলিয়ন ডলার ছাড়াল দেশের প্রকৃত রিজার্ভ Apr 30, 2025
img
গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের আড়াই কোটি টাকার চেক প্রদান Apr 30, 2025