দ্রুত টোল আদায়ে পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন

পদ্মা সেতুতে দ্রুত ও ঝামেলাহীন টোল আদায় নিশ্চিত করতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বুধবার (৩০ এপ্রিল) তিনটি বাণিজ্যিক ব্যাংক এবং একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

অনুষ্ঠানে আবদুর রউফ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে টোল আদায়কে আরও স্বস্তিদায়ক ও সময় সাশ্রয়ী করতে যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইটিসি সিস্টেম শুধু পদ্মা সেতু নয়, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ অন্যান্য স্থাপনাতেও আধুনিক প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থার পথ সুগম করবে।

চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক। অন্যদের মধ্যে ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ এবং নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুইজ তাসনিম তকী।

অনুষ্ঠানে সেতু বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


এসএস/এসএন

Share this news on: