ব্রাহ্মণবাড়িয়ায় উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্ব, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ছুরিকাঘাতে ভসুজন কবির (৩২) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির (৩২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামের খোকন ফকিরের ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, আজ বৃহস্পতিবার সকালে জাজিয়া গ্রামের সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।

এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান। ঘাতক শাওন ফকিরকে আটক করতে অভিযান চলছে।

এসএম/টিএ

Share this news on: