মেসির রেকর্ড ভেঙে রোনালদোয় চোখ রাফিনিয়ার

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ফর্মে আছেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এবার উয়ফো চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ভাঙলেন তার ক্লাবের সাবেক মহাতারকা লিওনেল মেসির রেকর্ড।

বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টারের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার ম্যাচে ফেরান তোরেসের গোলে সহায়তা করনে রাফিনিয়া। এই গোল নিয়ে এবাররে চ্যাম্পিয়নস লিগে মোট ২০ গোলে অবদান রাখেন এই ব্রাজিলিয়ান।ছাড়িয়ে গেছেন ২০১১/১২ মৌসুমে মেসির করা ১৯ গোলে অবদানের রেকর্ড।

এখন ২০১৩-১৪ মৌসুমে ক্রিন্টিয়ানো রোনালদোর গড়া রেকর্ড (২১) ছুঁতে এক গোলের প্রয়োজন এই ব্রাজিলিয়ানের।বর্তমানে ২০ গোলে অবদান রেখে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে তারই ক্লাব সতীর্থ রবার্ট লেভানদোভস্কি। যদিও ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে এই রেকর্ড করেছিলেন এই পোলিশ ফরোয়ার্ড।

এবারের চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যে ৮টি অ্যাসিস্ট করে ফেলেছেন রাফিনিয়া। ১৯৯৯-০০ মৌসুমে সর্বোচ্চ ৯ টি অ্যাসিস্ট করা লুইস ফিগোর রেকর্ডও তাই তিনি ভাঙতে পারেন এই মৌসুমেই।

এমআর/এসএন


Share this news on: