রদ্রি ও হলান্ডকে নিয়ে সুসংবাদ দিলেন ম্যান সিটি কোচ

চোট কাটিয়ে মাঠে ফেরার পথে বড় অগ্রগতি অর্জন করেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। তার সঙ্গে অনুশীলনে ফিরেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডও।

বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রির অনুশীলনের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

গত বছরের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েন রদ্রি। পরীক্ষায় ধরা পড়ে তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে গেছে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় এই ব্যালন দ’র জয়ী ফুটবলারের। দুই মাস আগে তিনি একক অনুশীলন শুরু করেন এবং এখন সতীর্থদের সঙ্গে পুরোদমে ফিরেছেন।

তবে রদ্রির মাঠে ফেরার সময়সূচি এখনও নিশ্চিত করেননি কোচ গুয়ার্দিওলা। তিনি বলেন, "যখন ফিজিও ও চিকিৎসকরা বলবেন রদ্রি খেলার জন্য প্রস্তুত, তখনই আমরা তাকে খেলাবো। এটা গুরুতর ইনজুরি ছিল, সাধারণত সেরে উঠতে ৯ থেকে ১১ মাস সময় লাগে।"

গুয়ার্দিওলা আরও বলেন, "সে প্রতিদিন সেশন ধরে অনুশীলন করছে এবং ভালো অনুভব করছে। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে যাতে নতুন করে চোট না লাগে।"

এদিকে অ্যাঙ্কেলের চোটে গত ৩০ মার্চ থেকে মাঠের বাইরে থাকা হলান্ডও ফিরেছেন অনুশীলনে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে খেলার সময় তিনি চোট পান। এরপর পাঁচটি লিগ ম্যাচ ও সেমিফাইনাল ম্যাচেও অনুপস্থিত ছিলেন তিনি।

তবে শুক্রবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হলান্ডের খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত।

লিগ টেবিলে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।


এসএস


Share this news on:

সর্বশেষ

img
ভারতে নিষিদ্ধ হচ্ছেন আফ্রিদি! May 02, 2025
img
শ্রমিক দিবসে শাকিব খানের আবেগঘন বার্তা, পর্দার পেছনের শ্রমিকদের জানালেন শ্রদ্ধা May 02, 2025
img
চার বন্ধু, একটি বাইক— ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের May 02, 2025
img
ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী May 02, 2025
img
ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক May 02, 2025
img
বাসায় ডেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রাজধানীতে গ্রেফতার ২ May 02, 2025
img
কারা হেফাজতে ইমামের মৃত্যু : গাজীপুরে পাল্টাপাল্টি মিছিল, যা বলছে পুলিশ May 02, 2025
img
খেলাফত মজলিস আমিরের দাবি: শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা করা হোক May 02, 2025
img
মালাইকার প্রেমজীবন নিয়ে নতুন গুঞ্জন: ২০২৫ হবে তার জন্য শুভ বছর May 02, 2025
img
পহেলগাঁও হামলার বিচারিক তদন্তের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট May 02, 2025