সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মডেল ও অভিনয়শিল্পী সিফাত নুসরাত ব্যক্তিগত জীবন ও আর্থিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করেছেন। সম্পর্ক বা বন্ধুত্বের ক্ষেত্রে তিনি নিজেকে সবসময় আত্মনির্ভরশীল রাখার কথাই জানিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনারা কয়জন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডকে দেখছেন, আমাকে একটু বলেন। আমি আমার জীবনে আমার হাসব্যান্ডের সঙ্গেই যখন খেতে গেছি বা যাই হোক না কেন, বিল সবসময় আমি নিজেই পরিশোধ করেছি।”
তিনি আরও যোগ করেন, “আমি কোনো পুরুষ মানুষকে পে করতে দিই না। এমনকি আমার বন্ধুদেরও কোনোদিন পে করতে দিইনি। আমি এগুলো জানি না, কারা কেন এসব করে। আমি সবসময় নিজেই পে করেছি।”
সিফাত নুসরাতের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে তার আত্মনির্ভরশীল মানসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে বিতর্কিত বলেও আখ্যা দিয়েছেন।
এসএন