জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে একটি অবাধ-সুষ্ঠ নির্বাচন কবে করা যায়, তার তারিখ সুনির্দিষ্ট করা এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করার আহ্বানও জানান তিনি।
রিজভী বলেন, ‘যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন রিজভী। বর্তমান সরকারকে শক্ত হাতে প্রশাসন ধরার আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন।’
রিজভী বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরণের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।’
তিনি বলেন, ‘শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক। দেশে ১২ কোটি ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে ৬০ কোটি ৩৫ লাখ। ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন। ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত, তারা অসহায়। তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।’
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান। বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর শ্রমিক দলের নেতারা।
এমআর/এসএন