বিয়ে না করার কারণ জানালেন আমিশা

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে হৃতিক রোশনের সঙ্গে ‘কাহো না প্যায়ার হ্যা’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় তার। প্রথম সিনেমাই বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পায়। এরপর তার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হয়ে আসে সানি দেওলের সঙ্গে ‘গাদার’ সিনেমাটি।

অলটাইম ব্লকবাস্টার হয়ে যায় এটি। তবে সেই খ্যাতিও ধরে রাখতে পারেননি আমিশা। এরপর বেশ কিছু সিনেমা ফ্লপ হয় তার। বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না আমিশার। তবে এ নায়িকাকে ঘিরে ভক্তদের কৌতূহল কম নয়।

আমিশার অভিনয়জীবনের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের কথা শোনা গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এ নায়িকা। কবে করবেন বিয়ে? এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাকেও।

তবে অভিনেত্রীর ভাষ্য, তিনি একাই সুখে আছেন।

ফিল্মি মন্ত্র-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, তিনি একাকী জীবনেই বেশ ভালো আছেন। বিয়ে তার কাছে কোনো প্রয়োজনীয় বিষয় নয়। আমিশা বলেন, ‘আমি আমার জীবন নিয়ে খুবই খুশি। আমার বন্ধুর অভাব নেই।

আমি আমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সেখানে আর কিছু রাখার জায়গা নেই।’

আমিশা আরো বলেন, ‘আমি এখনো এমন কাউকে খুঁজে পাইনি, যিনি আমার সব শর্ত পূরণ করবেন। আমি আমার নিজের মানুষ। আমি যেমন আছি তাতেই খুশি।’

সাক্ষাৎকারে অভিনয় জগতের চ্যালেঞ্জগুলোকেও অকপটে স্বীকার করেন আমিশা। তিনি বলেন, ‘একজন পুরুষের জন্য এটা মেনে নেওয়া কঠিন যে সে তার সঙ্গীর ছায়াতলে থাকবে। এটা সত্যিই কঠিন। অবশ্যই আমার সুখকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে তাকে আরো বুঝতে হবে আমার দীর্ঘ কর্মজীবন, ব্যস্ত শিডিউল আর কাজের দায়বদ্ধতা। এ সব কিছু মিলিয়ে আমি একটা সম্পর্কে কীভাবে সময় দিতে পারি? আমি মনে করি না যে আমি কোনো সম্পর্কে সুবিচার করতে পারব।’

এই বক্তব্যের মাধ্যমে আমিশা প্যাটেল একজন স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী নারী হিসেবে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন, যিনি নিজের পরিচয় এবং পেশাগত অগ্রাধিকারের সঙ্গে আপস করতে রাজি নন। তাই এখন পর্যন্ত একাকী জীবনকেই সঙ্গী করে চলেছেন এ অভিনেত্রী।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025
img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025
img
নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন May 02, 2025