আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ
মোজো ডেস্ক 12:40AM, May 02, 2025
দেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা নিয়ে তার বিরূপ মতামত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে বলেন, “বুয়েটে বানানো কোনো ব্যাটারি চালিত রিকশা ঢাকায় দরকার নাই। লাইসেন্স দেওয়ারও দরকার নাই। নতুন আপদের আমদানি।”
তিনি আরও লেখেন, “ঢাকায় এবং দেশের কোনো হাইওয়েতে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না—এমন আইন হোক মানুষের সুরক্ষায়।”
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, প্রযুক্তির সীমাবদ্ধতা ও সড়ক নিরাপত্তার দিক বিবেচনায় প্রিন্স মাহমুদের মন্তব্য সময়োপযোগী। অন্যদিকে, কেউ কেউ তার অবস্থানকে প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব উদ্যোগের পথে একধরনের প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরীক্ষামূলকভাবে একটি ব্যাটারিচালিত রিকশার মডেল উন্মোচন করেছে। উন্নত নকশা ও বিদ্যুৎচালিত প্রযুক্তির এই যানটি শহুরে যাতায়াতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে প্রযুক্তি বাস্তবায়নের আগে সড়ক নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ নীতিমালা ও অবকাঠামোগত প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গেই প্রিন্স মাহমুদের মতামত আলোচনাকে আরও উষ্ণ করে তুলেছে।