নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আগামী ১ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, বৃহস্পতিবার (১ মে) এফএ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সিদ্ধান্তটি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ১৫ এপ্রিলের এক রায়ের পর নেওয়া হয়।
এফএ জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র নারী হিসেবে জন্মগ্রহণকারী খেলোয়াড়রাই নারীদের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আদালতের রায়ের আগে গত ১১ এপ্রিল সংস্থাটি তাদের ট্রান্সজেন্ডার নীতিমালা আংশিক পরিবর্তন করেছিল। তবে নতুন নির্দেশনার আলোকে সেই নীতিও বাতিল করা হয়েছে।
এসএস
বিবৃতিতে বলা হয়, "এটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল একটি বিষয়। আমরা বরাবরই বলে এসেছি—আইন, বিজ্ঞান বা ঘরোয়া ফুটবলে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আমরা আমাদের নীতি পর্যালোচনা করব। সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বর্তমানে ইংল্যান্ডে অ্যামেচার ফুটবলে নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়ের সংখ্যা ৩০-এরও কম। তবে হোম নেশন্স—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—এর পেশাদার ফুটবলে কোনো ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড় নেই।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত লিঙ্গ সমতা, ট্রান্সজেন্ডার অধিকার এবং ক্রীড়াঙ্গনে ন্যায্যতা রক্ষার প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে।
এসএস