ভেবো না জিতে গেছ, প্রত্যেককে খুঁজে বের করব: অমিত শাহ

জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যায় জড়িত প্রত্যেককে ভারত ‘খুঁজে বের করবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
 
বৃহস্পতিবার (০১ মে) দিল্লিতে এক অনুষ্ঠানে, কাশ্মীর হামলার বিষয়ে নিজের প্রথম প্রকাশ্য মন্তব্যে অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসীদের জন্য সবচেয়ে খারাপ সময় আসন্ন।’ খবর এনডিটিভি’র।

তিনি বলেন, ‘পহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের রেহাই দেয়া হবে না। আমরা পহেলগাম হামলার প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব। ভেবো না যে ২৬ জনকে হত্যা করে তোমরা জিতে গেছ। তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে।’
 
কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
হার ব্যক্তি কো চুন চুন কে জওয়াব ভি মিলেগা, জওয়াব ভি দিয়া জায়েগা... এটি নরেন্দ্র মোদি সরকার; এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করা আমাদের সংকল্প এবং তা সম্পন্ন করা হবে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে ফোনালাপের পর এক বার্তায় এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযাগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে কাশ্মীরের পহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনা হবে।
 
গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জন পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এমআর/এসএন


Share this news on: