রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে মহানগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাবেক ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশকে দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

জানা গেছে, কামাল হোসেন দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপি করতেন তিনি। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশের উপস্থিতি দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন।’

ওসি জানান,‘রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ অন্য কাজে গিয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি দেখে পালাচ্ছিলেন তিনি। তখন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এখন থেকে মেট্রোরেলের পাঁচটি স্টেশনে থাকছে বিশেষ ব্যবস্থা May 03, 2025
img
চালের দাম একবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে : খাদ্য উপদেষ্টা May 03, 2025
img
৫০০ কর্মী নিয়ে মশা নিয়ন্ত্রণ-পরিচ্ছন্নতা অভিযান করলো দক্ষিণ সিটি May 03, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা হেফাজতে ইসলামের May 03, 2025
শেখ হাসিনাকে কওমি জননী বলাটা মনের ভাষা ছিলো না, মুখের ভাষা ছিলো May 03, 2025
নির্বাচন নাকি সংস্কার কোনটা আগে? May 03, 2025
টিকটক করতে গিয়ে আটক, বিজিবির হস্তক্ষেপে ছাড়া পেল মামা-ভাগিনা May 03, 2025
img
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে এক ব্যাক্তির ৫৩ বছরের কারাদণ্ড May 03, 2025
img
পাকিস্তান থেকে সব পণ্যের আমদানি বন্ধ করল ভারত May 03, 2025
img
ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা May 03, 2025