কদিন আগেই বার্সেলোনাকে নাকানি-চুবানি খাইয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে হ্যানসি ফ্লিকের শিষ্যদের উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। লিগ ম্যাচে এরপর শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালের সঙ্গে করেছিল ১-১ গোলে ড্র। সেই দলটিই কি না হেরে গেল ১৭ নম্বরে থাকা লিডস ইউনাইটেডের কাছে।
লিডসের কাছে চেলসির হার ৩-১ গোলে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া দলটি সমতায় ফিরেছিল পেদ্রো নেতোর গোলে। কিন্তু আর গোল করা হয়নি তাদের, বরং আরও একটি হজম করেছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ পর এটা চেলসির প্রথম হার। গত ১ নভেম্বর হেরেছিল টটেনহ্যামের কাছে।
এই হারে টেবিলের তিন নম্বরে উঠা হলো না এনজো মারেস্কার শিষ্যদের। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের স্থান চার নম্বরে। ২৭ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে তিনে। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
শীর্ষে আছে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারানো আর্সেনাল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩।
এমআর