ফাইনালের পথে এক পা ইউনাইটেড-চেলসি-টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় তো দূরের কথা, শীর্ষ ছয়ে থাকা নিয়েই শঙ্কা। চলতি মৌসুমে নিজেদের লিগে জায়ান্ট তকমা হারাতে যাওয়া তিন ক্লাব উয়েফার দুই প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। চেলসি শীর্ষ ছয়ে থাকলেও, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম রয়েছে টেবিলের ১৫তম স্থানের আশপাশে। সেই তিন দলই দুই ইউরোপীয় লিগে বড় জয় নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

ম্যান ইউনাইটেড ৩ : ০ অ্যাথলেটিক বিলবাও
উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ইংল্যান্ড ও স্পেনের ক্লাব দুটি। বিলবাওয়ের মাঠ সান মেমেসে প্রথমার্ধেই তিন গোলে খেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। ইউনাইটেডের হয়ে শুরুটা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৩০তম মিনিটে তার গোলে লিড নেওয়ার পর ৩৭ মিনিটে পেনাল্টি পায় রুবেন অ্যামোরিমের দলটি। রাসমুস হয়লুন্দকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের দানি ভিভিয়ান। সফল স্পটকিকে ইউনাইটেডের হয়ে দ্বিগুণ লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেজ।

বিলবাও ম্যাচের বাকিটা সময় খেলে ১০ জন নিয়ে। বিরতির আগেই তারা তৃতীয় গোলটি খেয়ে বসে। এটিও আসে পর্তুগিজ তারকা ফার্নান্দেজের পায়ে। তার দ্বিতীয় ও ইউনাইটেডের তৃতীয় গোল তাদের জয় তখনই প্রায় নিশ্চিত করে ফেলে। উভয় দলের কেউই দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি। দ্বিতীয় লেগে ইউনাইটেডকে হারানো আরও কঠিন হবে, ৯ মে ম্যাচটি হবে তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।

টটেনহ্যাম ৩ : ১ বোডো/গ্লিমট
ইউরোপা লিগের আরেক সেমিফাইনালে নিজেদের মাঠে টটেনহ্যাম নেমেছিল নরওয়ের ক্লাবটির বিপক্ষে। প্রথম লেগ জিতে তারাও ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল। দ্বিতীয় লেগ শেষে ফলটা তাদের পক্ষে থাকলে ফাইনালে লড়াই হতে পারে দুই ইংলিশ ক্লাব টটেনহ্যাম-ইউনাইটেডের মধ্যে। খেলা শুরুর প্রথম মিনিটেই টটেনহ্যামকে লিড এনে দেন ব্রেনান জনসন। এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন। গ্লিমটের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকে ইংলিশ ক্লাবটি বিরতিতে যায়।

৬১ মিনিটেই আরেকবার প্রতিপক্ষের জালে বল জড়ায় টটেনহ্যাম। এবার পেনাল্টি থেকে গোলটি করেন ডোমিনিক সোলাঙ্কে। ফলে বড় জয়ের পথেই ছিল হটস্পাররা। গ্লিমটের পক্ষে ৮৩ মিনিটে উলরিক সাল্টনেস এক গোল করে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন। এই জয়ে ২০০৮ সালের পর প্রথম কোনো ট্রফি জয়ের স্বপ্নের পথে পা বাড়াল টটেনহ্যাম। ৯ মে উভয় দল দ্বিতীয় লেগ খেলবে গ্লিমটের মাঠে।

চেলসি ৪ : ০ জুরগার্ডেন্স
প্রতিপক্ষের মাঠ সুইডেনের থ্রি-অ্যারেনায় ‍দেশটির ক্লাব জুরগার্ডেনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচটি ছিল উয়েফা কনফারেন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ। চেলসির পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন নিকোলাস জ্যাকসন। এ ছাড়া একটি করে গোল আসে জ্যাডন সাঞ্চো ও নোনি মাদুয়েকের কাছ থেকে। কেবল গোলই নয়, সবদিক থেকেই ম্যাচটিতে আধিপত্য ছিল চেলসির। ৯ মে তারা নিজেদের মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে ফিরতি লেগে সুইডিশ ক্লাব জুরগার্ডেন্সকে আতিথ্য দেবে।

আরআর/টিএ

Share this news on: