ভারতের মাটিতে তৈরি হবে যুক্তরাষ্ট্রের আইফোন

যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য আই ফোন তৈরি হবে ভারতে। এর আগে আই ফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে এবার এই পরিবর্তন করছে অ্যাপল।

বৃহস্পতিবার অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, আমেরিকার বাজারের জন্য আই ফোনের একটি বড় অংশ এখন থেকে ভারতের কারখানায় তৈরি হবে। কুকের কথায়, “আমেরিকার বাজারে যে আই ফোন বিক্রি হবে তার একটা বড় অংশ তৈরি হবে ভারতে।”

অ্যাপলের এই বছরের প্রথম কোয়ার্টারের আয়-ব্যয়ের হিসেব দিতে গিয়ে একথা জানিয়েছেন কুক। তবে আই প্যাড, ম্যাক, ইয়ার পড, অ্যাপল ওয়াচের একটা বড় অংশ তৈরি হবে ভিয়েতনামে।

উল্লেখ্য, ভিয়েতনামে এর আগেও অ্যাপলের বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো। কিন্তু এবার তার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য অনেকটাই মার খেতে শুরু করেছে।

ফলে অ্যাপলের মতো সংস্থা চীন থেকে তাদের কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্কারোপ করেছে। আমেরিকার পণ্যের ওপর পাল্টা সমপরিমাণ শুল্ক আরোপ করেছে চীনও। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক জিনিসের ওপর কিছু ছাড় দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, সেই ছাড়গুলোও আগামী কিছুদিনের মধ্যে বদলে যেতে পারে। কুক বলেছেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব প্রথম কোয়ার্টারে তাদের ওপর খুব বেশি পড়েনি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে এভাবে চলতে থাকলে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের।

সে কারণেই চীন থেকে কারখানা সরিয়ে ভিয়েতনাম এবং ভারতে তা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

চীনও থাকছে

আই ফোনের উৎপাদনের একটা বড় অংশ ভারতে নিয়ে এলেও চীনের কারখানা এখনই বন্ধ করছে না অ্যাপল। কুক জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও চীনের কারখানায় অ্যাপলের একটা বড় অংশ উৎপাদন চলতে থাকবে। আমেরিকার বাইরে অ্যাপলের যে জিনিস বিক্রি হয়, তার উৎপাদনের বড় অংশ এখনও চীনেই হবে।

চীনে অবশ্য অ্যাপলের জিনিস বিক্রি আগের চেয়ে অনেকটাই কমে গেছে। গত কোয়ার্টারে বিক্রি কমেছে প্রায় দুই দশমিক তিন শতাংশ। অর্থাৎ, প্রায় ১৬ বিলিয়ন ডলার।

চীনের তৈরি ফোনের বাজার ক্রমশ বাড়ছে সেখানে। এর একটা বড় কারণ, অন্য ফোনগুলোতে এআই-য়ের ব্যবহার অনেক বেশি। অ্যাপল এখনো নিজেদের ফোনে এআই অ্যাপ্লিকেশন খুব বেশি রাখেনি।

আরএম/টিএ  



Share this news on:

সর্বশেষ

img
নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ! May 03, 2025
img
২ ঘন্টা পর গাজীপুর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে May 03, 2025
img
শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : হাসনাত May 03, 2025
img
সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা May 03, 2025
img
শ্রম আইন সংশোধন ও মজুরি বৃদ্ধিতে ঐকমত্য, উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইন্ডাস্ট্রিঅল May 03, 2025
img
চিয়া বীজ খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, গবেষণায় বিজ্ঞানীদের দাবি May 03, 2025
জাতীয় আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ May 03, 2025
img
‘সরকারে থেকেও নাহিদ কেন আওয়ামী লীগের বিচার করতে পারেননি’ May 03, 2025
img
এখন থেকে মেট্রোরেলের পাঁচটি স্টেশনে থাকছে বিশেষ ব্যবস্থা May 03, 2025
img
চালের দাম একবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে : খাদ্য উপদেষ্টা May 03, 2025