গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজে হামলা ইসরায়েলের

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমায় ঘটেছে এই হামলা।

ইসরায়েলের হামলার জেরে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর অভাবে ধুঁকতে থাকা গাজার ফিলিস্তিনিদের জন্য এই ত্রাণ জোগাড় এবং পাঠানোর ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন (ট্রিপল এফ)।

হামলায় অবশ্য হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, “বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা দিয়ে চলমান অবস্থায় ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের ত্রাণবাহী জাহাজে সরাসরি হামলা করা হয়। ”

“দু’টি সশস্ত্র ড্রোন জাহাজটির সামনের দিকে আঘাত হানে। এতে জাহাজটির সামনের দিকে আগুন ধরে যায় এবং বড় গর্তের সৃষ্টি হয়।”

বিবৃতিতে ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়ে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন বলেছে, “আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী ছিল সেখানে। ট্রিপল এফের কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিরা ছিলেন সেখানে। এ ধরনের হামলায় তাদের প্রাণহানি ঘটতে পারত।”

“কোনো কোনো দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় বেসামরিক নৌযানকে লক্ষ্য করে আঘাত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘণ এবং মাল্টার সরকারের প্রতি আমাদের আহ্বান— ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে যে এ ইস্যুতে দেশটির কাছে জবাবদিহিতা চাওয়া হয়।”

এদিকে মাল্টার সরকারের পক্ষ থেকে প্রদান করা এক বিবৃতিতে বলা হয়েছে, “জাহাজের মূল ইঞ্জিন ও জেনারেটরে আঘাত লেগেছে। জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, তবে মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর সহায়তায় রাত ১টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

“জাহাজটিতে মোট ১২ জন ক্রু এবং ৪ জন বেসামরিক যাত্রী ছিলেন। তাদের সবাই অক্ষত রয়েছেন। রাত ২ টা ১৩ মিনিটে তাদের মাল্টার বন্দরে নিয়ে আসা হয়েছে। জাহাজটি এখনও আন্তর্জাতিক সমুদ্রসীমায় রয়েছে এবং সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

হামলার ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সেনাবাহিনী ও মন্ত্রিসভার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, প্রায় দু’মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার আগে গত ২ মার্চ গাজায় সব ধরনের ত্রাণবাহী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েল। এখনও সেই অবস্থা চলছে সেখানে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে খালেদা জিয়ার ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হলো May 03, 2025
img
লুকিয়ে প্রেম করতেই ভালো লাগে, বিষয়টা এনজয় করি : তানহা তাসনিয়া May 03, 2025
img
আম-কাঁঠালের পর এবার আবর্জনা চায় চীন May 03, 2025
img
আইপিএল চলাকালেই ভারতে নতুন লিগের ঘোষণা May 03, 2025
img
সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত May 03, 2025
img
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪ May 03, 2025
img
অস্ট্রেলিয়ায় আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আলবানিজ May 03, 2025
img
খাদ্য উৎপাদন নিয়ে বড় সুখবর দিলেন উপদেষ্টা May 03, 2025
img
চট্টগ্রামে জব্দ সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার May 03, 2025
img
শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন May 03, 2025