পরামর্শ নেয় না টিম ম্যানেজমেন্ট, আক্ষেপ রোহিতের

রাজস্থান রয়্যালসের বিপক্ষে অর্ধশতরানের ইনিংসের পরও আক্ষেপ শোনা গেল রোহিত শর্মার কণ্ঠে! ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই ওপেনারকে গত আসরে নেতৃত্ব থেকে সরানো হয়। এরপর থেকে মুম্বাইয়ের পরিকল্পনা ঠিক করার সময়ও রোহিতের পরামর্শ নেওয়া হয় না। যা নিয়ে আক্ষেপ আছে সাবেক এই অধিনায়কের।
 
সর্বশেষ রাজস্থানের বিপক্ষে ইনিংসের বিরতিতে রোহিতের সঙ্গে কথা বলছিলেন ধারাভাষ্যকাররা। সেখানেই রোহিতকে প্রশ্ন করা হয়, এই উইকেটে কীভাবে বল করা উচিত মুম্বইয়ের বোলারদের? জবাবে রোহিত বলেন, 'এই উইকেটে বৈচিত্র দরকার। বোলার কী করবে সেটা যেন আগে থেকে বোঝা না যায়। আমাদের বোলারেরা যথেষ্ট অভিজ্ঞ। আশা করছি সেই অভিজ্ঞতা ওরা কাজে লাগাবে'

একই সময়ে রোহিতের কাছে জানতে চাওয়া হয় এই ম্যাচের জন্য তাদের বোলারদের পরিকল্পনা কী? প্রশ্ন শুনে অনেকটাই আক্ষেপ নিয়ে রোহিত বলেন, 'এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না। তাই কী পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারব না।'
 
গত আসরে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পরই মুম্বাই শিবিরে ভাঙন শুরু হয়েছিল। এমনকি মুম্বাইয়ের দর্শকদের একটা বড় অংশ হার্দিককে মানতে পারছিলেন না। মাঠেই তাকে বিদ্রুপ করা হচ্ছিল। রোহিতও খুব একটা ভালোভাবে নিতে পারেননি। এমনকি রোহিতের দল ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল।

এ বারও শুরু থেকে ফর্মে ছিলেন না রোহিত। প্রথম ৬টি ম্যাচে মাত্র ৫৪ রান করেছিলেন। যদিও শেষ চারটি ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি। করেছেন ১৮২ রান। রাজস্থানের বিপক্ষেও ফিফটি করেছেন তিনি। তবে এ বার রোহিতকে ব্যাটারের ভূমিকাতেই দেখা যাচ্ছে। বেশির ভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে তাকে। অর্থাৎ, মুম্বাই ফিল্ডিং করার সময় তিনি মাঠেই থাকছেন না।

 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই সংস্কার করতে হব, প্রধান উপদেষ্টাকে হাসনাত আব্দুল্লাহ May 03, 2025
img
বাংলাদেশের মানুষ মর্যাদার প্রশ্নে একাট্টা : আখতার হোসেন May 03, 2025
img
বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল May 03, 2025
img
খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট বিমানবন্দরে অবস্থান নেবেন নেতাকর্মীরা May 03, 2025
img
কান উৎসবে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া May 03, 2025
img
নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই : মাহমুদুর রহমান May 03, 2025
img
নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ! May 03, 2025
img
২ ঘন্টা পর গাজীপুর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে May 03, 2025
img
শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : হাসনাত May 03, 2025
img
সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা May 03, 2025