যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে তিনি সিলেট হয়ে ঢাকা পৌঁছবেন। তার ফ্লাইট সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে দেশে আসার কথা রয়েছে তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ও সিলেটের সন্তান জোবায়দা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের।
এদিকে সিলেটে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি। দলের নেতাকর্মীদের বিমানবন্দরে অবস্থান নেওয়ার জন্য এরই মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সিলেট নগরের ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নিজ নিজ ব্যানারসহকারে সকাল ৮টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
একই আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘যেহেতু আমাদের দলের চেয়ারপারসন সিলেট হয়ে যাবেন। সে কারণে তাকে স্বাগত জানাতে আমরা নেতাকর্মীদের বিমানবন্দরে থাকতে বলেছি। তবে এটি যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট, আমাদের খুব বেশি আনুষ্ঠানিকতার সুযোগ হয়তো থাকবে না।’
এমআর/এসএন