মাসিক বিল ছাড়াও আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

সাবেক সরকারের সময়কাল থেকে জমে থাকা আদানির বিদ্যুৎ বিলের বকেয়া ধীরে ধীরে পরিশোধ করছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে আদানিকে মাসিক বিলের সঙ্গে সঙ্গে বকেয়াও দেওয়া হচ্ছে। এই তথ্য শুক্রবার (২ মে) বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা।

তিনি বলেছেন, বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। তবে এখনো বকেয়া রয়ে গেছে ৯০০ মিলিয়ন ডলার। যা তারা পাবেন বলে আশা তাদের।

রয়টার্স জানিয়েছে, আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশের চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে।

এর ফলশ্রুতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে; সঙ্গে বকেয়াও পরিশোধ করছে তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঝা। তিনি গতকাল বৃহস্পতিবার বিশ্লেষকদের সঙ্গে ‘আয় পরবর্তী বৈঠকে’ বলেন, “আমরা বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা যে অর্থ বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি তা মাসিক বিল থেকে বেশি। আমরা আশাবাদী শুধুমাত্র মাসিক বিলের সমপরিমাণ নয়, আগের যেসব বকেয়া আছে সেগুলোও পরিশোধ করে দেওয়া হবে।”

আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে ২ বিলিয়ন ডলার। যারমধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও মদের চালান জব্দ May 03, 2025
img
শিক্ষা সংস্কার ও কোচিং বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের May 03, 2025
জাতীয় ফুটবল দলে খেলবেন কানাডা প্রবাসী মিডফিল্ডার May 03, 2025
img
কোহলির সঙ্গে শুবমানের তুলনা করলেন জাদেজা May 03, 2025
img
লোক ঠকানোর তাগিদেও অনেকেই অভিনয় করেন: শতাব্দী রায় May 03, 2025
img
অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ : শ্রম উপদেষ্টা May 03, 2025
img
সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত : প্রেসসচিব May 03, 2025
img
নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে : দুদু May 03, 2025
img
এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে রেকর্ড রানের লক্ষ্য দিলো বাংলাদেশ May 03, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই সংস্কার করতে হব, প্রধান উপদেষ্টাকে হাসনাত আব্দুল্লাহ May 03, 2025