জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর সেলিব্রেটি গীতিকার ও বলিউড চিত্রনাট্যকার জাভেদ আখতার সরব হন। তিনি বলেন, ভারতে পাকিস্তানের শিল্পীদের যে সম্মান দেওয়া হয়, তার তুলনায় পাকিস্তানে ভারতীয় শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন।
এবার পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেছেন তিনি। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে জাভেদ বলেন, ‘পাকিস্তান বারবার এই ধরনের কাজ করছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি দয়া করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন।’
তার কথায়, ‘এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়। যার কথার মধ্যে কোনও সামঞ্জস্য নেই, বোধবুদ্ধিও নেই।’
উল্লেখ্য, কাশ্মীরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।
ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
আরএ/টিএ