সীমান্তে পৃথক অভিযানে নারী-শিশুসহ ৩ জন গ্রেফতার, মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদ ও ফেনসিডিলও জব্দ করা হয়।

শুক্রবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ মে) বিকেলে উপজেলরার নিমতলা, পলিয়ানপুর, শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে তিন জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছেন। এছাড়া অভিযানে ২২ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিলও জব্দ করা হয়।

জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ