রাখাইনে জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে এক বৈঠকে। ওই প্রস্তাব বাস্তবায়নে তারা চীনের সহযোগিতাও কামনা করে। তবে পরে দলটির আমির ডা. সৈয়দ আবদুল্লাহ এ বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন এবং মূল বক্তব্য থেকে সরে আসেন।

জামায়াতে ইসলামীর এমন প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের অখণ্ডতাকে ক্ষুন্ন করে। জামায়াত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক সুবিধার জন্য যোগাযোগ করেছে বলেও অভিযাগ করেছে তারা।

এছাড়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে, “মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে।” রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছে।

মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা।

জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে, রাখাইনে জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা। এই সময় মিয়ানমারের অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে— অভিযোগ করে জান্তা সরকার।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন, আহ্বান জামায়াত নেতার May 04, 2025
img
নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা May 03, 2025
বিমানে বিএনপি নেত্রীর নিরাপত্তা সংকট! সরিয়ে দেওয়া হয়েছে কেবিন ক্রু May 03, 2025
img
সালিশের নামে চাঁদা আদায়ে জাপা নেতা মিলন গ্রেফতার May 03, 2025
img
জুলাই শেষ হয়নি, বিরোধীশক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে : শফিকুল আলম May 03, 2025
বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া May 03, 2025
আম-কাঁঠালের পর এবার বর্জ্য চায় চীন! May 03, 2025
মেজর হাফিজ বলেছিলেন, সাকিব রাজনীতি করো না! May 03, 2025
সাকিবকে এখনো ক্রিকেটে প্রয়োজন: নাদিয়া নদী May 03, 2025
দ্রৌপদীর শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মিথিলা May 03, 2025