মাগুরায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে মারধর

মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ নেতা মীর শহিদুল ইসলাম বাবুকে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযুক্ত হামলাকারী স্থানীয় এক বিএনপি কর্মী।

শুক্রবার (২ মে) দুপুরে শহরের ভিটাসাইর প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জামাল মোল্লার বাড়িতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ফেরার পথে বাবু মীরের ওপর অতর্কিত হামলা চালায় শাহি বিশ্বাস নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা মরহুম হাসান বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, ধারালো অস্ত্র দিয়ে হামলার পর গুরুতর আহত অবস্থায় বাবু মীরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


এসএস

Share this news on:

সর্বশেষ