স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার রঘুনাথপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম শেখ উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জাহিদুল ইসলামের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাঁইরহাট থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি দায়ের করা হয়েছিল ২০১৩ সালের ৭ ডিসেম্বর।

ওসি জানান, জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।


এসএস

Share this news on:

সর্বশেষ